পলাশে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ১৪৪ শিক্ষার্থী

২৯ মার্চ ২০২৩, ০৬:৩১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম


পলাশে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ১৪৪ শিক্ষার্থী

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পেয়েছে মেধাবী শিক্ষার্থীরা। উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার ১৪৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেয়া হয়। বুধবার সকালে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ ট্যাব তুলে দেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখান কার্ষালয়ের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও পরিসংখ্যান অফিসার মোঃ আল আমীন প্রমূখ। ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও