পলাশে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম | আপডেট: ০২ মে ২০২৪, ০৩:৩১ পিএম


পলাশে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন,স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় পরিসংখ্যান দিবস -২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।


এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, মহিলা বিষয়ক অফিসার রেহেনা পারভিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আল আমীন প্রমূখ।