পলাশে দুস্থদের ফ্রি মেডিকেল চেকআপ ও ওষুধ বিতরণ

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৮ পিএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭ এএম


পলাশে দুস্থদের ফ্রি মেডিকেল চেকআপ ও ওষুধ বিতরণ

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল চেকআপ ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আল খেদমা ওলামা পরিষদের উদ্যোগে এই সেবা দেয়া হয়। এতে গাইনী, শিশু, মেডিসিনসহ ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।


এসময় পলাশ উপজেলা আল খেদমা ওলামা পরিষদের সভাপতি মুফতী আবদুর রহিম, মুফতী ইউসুফ, কারী মো: ইসমাঈল, মাওলানা আলী হোসেন, মাওলানা মোবারক হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও