পলাশে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

১৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ এএম


পলাশে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের একটি দিঘীরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে স্থানীয় এক নারী পাতা কুড়াচ্ছিলেন। এসময় ওই নারী দেখতে পান দিঘীরপাড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তি দৌড়ে রাস্তায় গিয়ে সেখানে থাকা একটি অটোরিকশায় উঠে দ্রুত চলে যায়। এর কিছুক্ষণ পরই জানতে পারেন একটি পরিত্যক্ত হাঁসের খামারের উত্তর পাশের দিঘীরপাড়ে (বালুর গর্ত) বাঁশঝাড়ের নিচে গলা ও পেট কাটা অবস্থায় অজ্ঞাত মরদেহ পড়ে আছে। পরে থানায় খবর দেয়া হয়। স্থানীয়দের ধারণা ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার জন্য এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত ও হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।



এই বিভাগের আরও