বিএনপি-জামায়াতের নৈরাজ্যের পলাশে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

১০ ডিসেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম


বিএনপি-জামায়াতের নৈরাজ্যের পলাশে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে বিএনপি-জামায়াত সন্ত্রাসী বাহিনীর পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপ্রিয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও উপজেলা যুবলীগ। শনিবার সকালে পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।


এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌরমেয়র শরিফুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি এবং উপজেলা যুবলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এসময় সারাদেশে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নৈরাজ্যের সৃষ্টি করছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে থাকতে প্রস্তুত আছে আওয়ামীলীগ ও উপজেলা যুবলীগ নেতাকর্মীরা।



এই বিভাগের আরও