পলাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

০৫ নভেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম


পলাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহত মরিয়ম ওই মহল্লার কিরন মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে প্রতিবেশি আরও দুই শিশুকে সাথে নিয়ে মরিয়ম বাড়ির পাশেরর একটি পুকুর ঘাটে খেলতে যায়। খেলার একপর্যায়ে মরিয়ম পুকুরে পড়ে যায় । পরে সাথে থাকা দুই শিশু বাড়িতে খবর দিলে স্বজনরা এসে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মরিয়মকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



এই বিভাগের আরও