বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৪ এএম


বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন উপজেলা চেয়ারম্যান

পলাশ প্রতিনিধি: 
নরসিংদীর পলাশ উপজেলার ৪০০ জন বীরমুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড। বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বিতরণ করা হয়।

এসময় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকাসহ চারটি ইউনিয়নের ৪০০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়।


পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলার বীরমুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।



এই বিভাগের আরও