পলাশে রাতের আধারে গঠিত ছাত্রলীগের 'পকেট কমিটি' বাতিলের দাবি
০৩ এপ্রিল ২০২১, ০২:৩৭ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে রাতের আধারে 'পকেট কমিটি' ঘোষণার প্রতিবাদ ও বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার (৩ এপ্রিল) দুপুরে পলাশের খানেপুর এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন।
লিখিত বক্তব্যে শেখ মোহাম্মদ রাজন জানান, ২০১৪ সালে গঠনতন্ত্র মেনে সম্মেলনের মাধ্যমে পলাশ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের ডেলিগেটদের ভোট প্রদানের মাধ্যমে শেখ মো. রাজনকে সভাপতি ও আপেল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কিন্তু সম্প্রতি নবগঠিত পকেট কমিটি ঘোষণা করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্ভূত ও অগণতান্ত্রিক।
রাজন আরও জানান, গঠনতন্ত্র অনুসারে তৃণমূলের সভা ডেকে তাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রে নাম পাঠানোর কথা থাকলেও উপজেলা ছাত্রলীগের বেলায় কোন সভা ডাকা হয়নি। কেন এমন হল তা খুঁজতে গিয়ে দেখা গেছে, সম্প্রতি স্থানীয় একটি বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের একটি বক্তব্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট একসঙ্গে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এরই প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগ ও তাঁর সকল ইউনিট ভেঙে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ফেসবুকে ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি প্রচার শুরু হয়।
নিয়ম অনুযায়ী ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করার ক্ষেত্রে বর্তমান কমিটিকে জেলা কমিটিকে লিখিত বা মৌখিকভাবে জানাতে হয়। অথচ বর্তমান কমিটি ভেঙে দেওয়া হবে বা হয়েছে এই মর্মে জেলা কমিটি থেকে কোন লিখিত বা মৌখিক নির্দেশনাও দেওয়া হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এই কমিটির ঘোষণা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্ভূত। এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর অবস্থান কি তাও জানা যাচ্ছে না। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসানুর রহমান রিমন আমাদের জানিয়েছেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কমিটি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজন আহম্মেদ, চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিউল আলম, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, ঘোড়াশাল শহর ছাত্রলীগের সভাপতি সমসের খান, সিনিয়র সহসভাপতি মো. রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন ও শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বুলবুল ইসলাম প্রমুখ।
ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, উপজেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে কিছু না জানিয়ে রাতের আধারে এই পকেট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ অর্থের বিনিময়ে পকেট কমিটির অনুমোদন করিয়েছেন। যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী এবং অবৈধ। অযাচিত লোকজন দিয়ে এই কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি কার্যক্রম স্থবির হয়ে পড়বে। দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে স্থানীয় সাংসদ তাঁর নিজস্ব বলয় তৈরি করার জন্য অজনপ্রিয় ও 'প্রার্থী হতে চান না' এমন ব্যক্তিদের নিয়ে কমিটির ঘোষণা দিয়েছেন। নতুন ঘোষিত ওই ভুয়া কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে সেই রনি প্রধানের নির্দিষ্ট বয়স ও ছাত্রত্বই নেই। অন্যদিকে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কিছুদিন আগে মাদকসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ মার্চ রোববার রাতে পলাশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে রনি প্রধানকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। আগের কমিটি বিলুপ্ত ঘোষণা না করে নবগঠিত কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হতবাক হন। এর প্রতিবাদে পরদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন তাঁর বক্তব্যে বলেন, আগের কমিটি বিলুপ্ত হওয়ার আগেই কাউন্সিল না করে রাতের আধারে 'পকেট কমিটি' গঠনের প্রতিবাদে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা তো সারাজীবন ছাত্রলীগে থাকবো না, তবে এমন পকেট কমিটি উপজেলা ছাত্রলীগ চায় না। আমরা চাই দ্রুত এই পকেট কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি নবগঠিত কমিটিকে প্রতিহত করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন