৯ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ ১৩ বছরের ইকরাম হোসাইন

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১১:২৬ পিএম


৯ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ ১৩ বছরের ইকরাম হোসাইন

এস. এম আরিফুল হাসান:
মাত্র ৯ মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্ত করে হাফেজ হলো ১৩ বছর বয়সী মো: ইকরাম হোসাইন। ইকরাম নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইমামের চর গ্রামের মোঃ আব্দুর রউফ এর ছেলে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ওই প্রতিষ্ঠানের দশম বার্ষিক ওয়াজ মাহফিলে ইকরাম হোসাইনকে পাগড়ী প্রদান করেন শাইখুল আল্লামা মুফতী আব্দুল বাতেন কাসেমী।

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা রামপুর এর মোহতামিম মাওলানা ইসমাঈল হোসেন ভৈরবী বলেন, ইকরাম হোসেন একজন মেধাবী ছেলে। সে করোনার মধ্যেও মাত্র ৯ মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছে। আল্লাতায়ালার রহমতে সে ১৩ বছর বয়সে এবং ৯ মাসে হাফেজ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহতায়ালা যেন তাকে হাফেজ আলেম হিসেবে কবুল করেন সেই দোয়া করি।

হাফেজ ইকরাম হাসোইন বলেন, আল্লাহর রহমতে মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসমাইল হোসেন ভৈরবী হুজুর আমাকে যত্নসহকারে পড়ানোর জন্যই আমি মাত্র ৯ মাসে হাফেজ হতে পেরেছি। আমি হুজুরের প্রতি কৃতজ্ঞ।

এলাকাবাসী জানান, অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সঠিক পাঠদান করায় প্রতিবছরই হাফেজ তৈরী হচ্ছে। দীর্ঘ ১০ বছর যাবত অত্যন্ত সুনামের সহিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠান অবদান রেখে যাওয়ায় এলাকায় প্রশংসিত হচ্ছে।



এই বিভাগের আরও