পলাশে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

০৬ জানুয়ারি ২০২১, ১০:৩১ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম


পলাশে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কাজিরচর গ্রামের ছোলেমান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ছোলেমান মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে হাঠাৎ তার বসত ঘরে আগুনের ধোয়া দেখতে পেয়ে দ্রুত আশেপাশের লোকজন এগিয়ে আসেন। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘরের সকল জিনিসপত্র পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাদিকুল বারী জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের ধারনা মতে আগুনে প্রায় ৩ লক্ষ টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।

 



এই বিভাগের আরও