পলাশে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

১৪ ডিসেম্বর ২০২০, ০৮:১৬ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম


পলাশে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

আল-আমিন মিয়া:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে প্রদীপ প্রজ্জ¦লন করে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রধান ফটকের সামনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।


এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও সাংবাদিক যাযাবর মিন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।



এই বিভাগের আরও