পলাশে সামাজিক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’র কার্যনির্বাহী কমিটি গঠিত

২৫ অক্টোবর ২০২০, ০৭:৪৬ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০২:২৬ পিএম


পলাশে সামাজিক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’র কার্যনির্বাহী কমিটি গঠিত
‘উদ্দীপ্ত তারুণ্য’র সদস্যগণ।

পলাশ প্রতিবেদক:

পলাশ প্রতিবেদক: নরসিংদী জেলার পলাশে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্য এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) পলাশ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সংলগ্ন আদর্শ শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গনে আয়োজিত এক সভায় ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রফিকুল ইসলাম শান্ত সভাপতি ও মাহফুজ গাজী দীপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য জাহিদ ভূইয়া, নজরুল সিকদার, আমেনা বেগম, সোহেল মিয়া, মোঃ মমিন ও আরিফুল। অভিভাবক সদস্যগণ উদ্দীপ্ত তারুণ্য পরিবারের নব নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে সমাজ ও দেশের উন্নয়নে করণীয় বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র সহ সভাপতি রাকিবুল হাসান মিশু, সহ সভাপতি সৈকত আলম, সাধারন সম্পাদক মাহফুজ গাজি দীপু, যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার শ্রাবণ, রফিকুল ইসলাম সুজন, সহ সাধারণ সম্পাদক আল শাহরিয়ার অয়ন, রাইছুল ইসলাম রিসেল, সাংগঠনিক সম্পাদক, আশরাফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ পাবেল, মোঃ রোহান ও শুভদ্বীপ দেবনাথ, প্রচার সম্পাদক মোঃ ফারদিন হাসান দিপ্ত, উপ প্রচার সম্পাদক জিহাদ মোল্লা, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিক আহমেদ, দপ্তর সম্পাদক মাহফুজ হাসান তানজিম, আইন বিষয়ক সম্পাদক সানিউল হক জুনাইদ, ব্যাবস্থাপনা সম্পাদক, সামিউর রহমান মাহি, রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান ফাহিম, ছাত্র বিষয়ক সম্পাদক এস. এম. শামসুদ্দোহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক নিহাদ, কার্যনিবাহী সদস্য মাহমুদুল হাসান দোলন, কার্যকরী সদস্য জাহিদ হাসান, মাহমুদুল হাসান রাফাত, শান্ত, জোবায়ের হোসেন, আলভীর হাসান আবির, বিপুল বিশ্বাস।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে উদ্দীপ্ত তারুণ্য সংগঠনের সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এর মধ্যে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই উপজেলার মানুষের দুর্দশা লাঘবে নগদ অর্থ, রান্নাকরা খাবার, ত্রাণ সামগ্রী বিতরণ, জনসচেতনতা তৈরিতে মাইকিং, জীবানুনাশক স্প্রে, ফেস মাস্ক, লিফলেট বিতরণ, স্থানীয় এমপির স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন, উপজেলার সবকটি ইউনিয়নে বৃক্ষ রোপন, শিক্ষার্থীদের অনুদান প্রদান, বিশেষ করে বিনা মূল্যে রক্তদানসহ নানা সামাজিক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।



এই বিভাগের আরও