“১৮ এর আগে বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়”

১৩ অক্টোবর ২০১৯, ০৫:০৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম


“১৮ এর আগে বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়”

নিজস্ব প্রতিবেদক:
“১৮ এর আগে বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়” এ বিষয়কে প্রতিপাদ্য করে নরসিংদীতে “বাল্যবিবাহ নিরোধ দিবস” পালন করা হয়েছে।


এ উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ মানববন্ধনে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার লোকজনসহ মহিলা বিষয়ক অধিপ্তরের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিবার্হী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহী সুলতানা, সাবেরা বেগম, সামসুন নাহার, মাহমুদা আক্তার, কামরুজ্জামান সরকার, সাবিনা আজিজ, ফাতেমা আক্তার, নাজমা আক্তারসহ অন্যান্য ট্রেড ইন্সট্রাকটরগণ।


সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুষমা সুলতানা বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোচনা করেন এবং সকলকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন কেউ যদি বাল্য বিবাহ দেয়ার চেষ্টা করেন তাহলে আমাদের জানাবেন আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। মহিলা অধিদপ্তর এ ব্যাপারে কাজ করে আসছে বাল্য বিবাহের বিষয়ে যে কোন লোক মহিলা অধিদপ্তরের সহযোগিতা নিতে পারেন বলেও জানান তিনি।



এই বিভাগের আরও