নরসিংদীতে বিশ্ব পর্যটন দিবস পালন

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৯ এএম


নরসিংদীতে বিশ্ব পর্যটন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
“ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” এই শ্লোগানকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় নরসিংদীতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে এক র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. এটি এম মাহবুব উল করীম অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান, মেহেদী হাসান কাউসার ও সাবরিনা শারমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী।