রায়পুরায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

১১ ডিসেম্বর ২০১৭, ০৭:৪৪ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পিএম


রায়পুরায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
মো: রফিকুল হক ॥ রায়পুরা উপজেলা সদরের শ্রীরামপুর বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিক্রয় নিষিদ্ধ ১২৫ কেজি পলিথিন ও সাড়ে তিন প্যাকেট গুল জব্দ করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান দুটি থেকে ১৫ হাজার কওে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠান দুটি হলো : মেসার্স ফজল ট্রেডার্স ও হানিফ ষ্টোর। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।


এই বিভাগের আরও