নরসিংদীতে চলচ্চিত্র উৎসব উদ্বোধন

১০ ডিসেম্বর ২০১৮, ০৪:২০ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৫ এএম


নরসিংদীতে চলচ্চিত্র উৎসব উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: “সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী শিল্পকলা একাডেমীর আয়োজনে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এই উৎসবের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় আলোচনা করেন স্থানীয় সরকার উপপরিচালক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও জেলা কালচারাল কর্মকর্তা শাহেলা খাতুন। উদ্ধোধনী দিনে ঘ্রাণ, গণিকা, তৃত্বীয় সূত্রসহ প্রায় ১০টি স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হয়েছে। উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।


এই বিভাগের আরও