রায়পুরার বালুয়াকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

০২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৯ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম


রায়পুরার বালুয়াকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনি ও রবিবার দুইদিনব্যাপী চক্ষু রোগ, নাক, কান ও গলা এবং ডায়াবেটিক রোগীদের এসব সেবা ও ঔষধ দেয়া হয়। এ সময় ১৮০ জনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। দুই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে নাক-কান-গলা চিকিৎসায় ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১২ জন চিকিৎসক দল, চক্ষু চিকিৎসায় ডা: জসীম উদ্দিন এর নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২২ জনের দল এবং ডায়াবেটিক রোগের চিকিৎসায় ডাঃ নুরুল্লাহ আল মাসুদের নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের ১৮ জনের একটি দল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ইসলামী কমপ্লেক্সের সভাপতি ও স্থানীয় বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শওকত আলী মুন্সি, নরসিংদী ডায়াবেটিক সমিতির সম্পাদক মোঃ নুরুল আমীন ও বিশিষ্ট শিল্পপতি মোঃ রুহুল আমীনের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল এবং পপুলার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান, নাক-কান-গলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক (ডাঃ) মোহাম্মদ আব্দুল্লাহ এর সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক এড. জামাল উদ্দিন, মিস্টার মিয়া, কামাল হোসেন, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও