নরসিংদীর ৫টি আসনের মধ্যে দুপুর পর্যন্ত ৩টি আসনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল

০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম


নরসিংদীর ৫টি আসনের মধ্যে দুপুর পর্যন্ত ৩টি আসনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক নরসিংদীর ৫টি আসনের মধ্যে তিনটি আসনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রবিবার দুপুর পর্যন্ত (২ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বিভিন্ন শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন-বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নরসিংদী-১ এ ইসলামী ঐক্যজোটের মাওলানা মো: ইসহাক, নরসিংদী-২ এ হলফনামা না থাকায় জাসদের প্রার্থী জায়েদুল কবির, ১% ভোটারের সমর্থন তালিকায় ভূয়া সাক্ষর থাকায় স্বতন্ত্র প্রার্থী আলতামাশ কবির, একই কারণে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসিন আলী ও অসম্পূর্ণ হলফনামার কারণে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এডভোকেট দেলোয়ার হোসেন। নরসিংদী-৩ এ অসম্পূর্ণ হলফনামার কারণে স্বতন্ত্র প্রার্থী মো: দুলাল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।


এই বিভাগের আরও