নরসিংদীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের জামিন না মঞ্জুর" জেল হাজতে প্রেরণ

২৯ নভেম্বর ২০১৮, ০২:২১ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩০ এএম


নরসিংদীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের জামিন না মঞ্জুর" জেল হাজতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনে বিএনপি’র প্রার্থী খায়রুল কবির খোকনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আতাবুল্লাহ এ নির্দেশ দেন। খায়রুল কবির খোকনের আইনজীবীরা জানান, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামী করে এজাহার দাখিল করা হয়েছিল। সেখানে জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। আজ ওই মামলায় খোকনসহ ৩ জন আদালতে আতœসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগের দিন বুধবার সকালে খায়রুল কবির খোকন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খায়রুল কবিরের ব্যক্তিগত আইনজীবী আবদুল বাছেত ভূঞা বলেন, এটি আসলে একটি গায়েবি মামলা। গত ৮ তারিখে নরসিংদীতে এমন কোন কিছু হয়নি। তারপরও পুলিশ বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেখানে খায়রুল কবির খোকন এজাহারনামীয় আসামি ছিলেন না। কিন্তু তিনি জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার উদ্দেশ্য প্রণোদিতভাবে গত ২৫ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা খায়রুল কবির খোকনসহ ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশীট দেয়। এঘটনায় তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত কারগারে পাঠানোর নির্দেশ দেয়। যেহেতু সামনের নির্বাচনে তিনি একজন প্রার্থী সেহেতু আমরা প্রয়োজনে উচ্চ আদালতের সহযোগিতা চাইব।


এই বিভাগের আরও