নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘন্টা অবরোধ
২৭ নভেম্বর ২০১৮, ০৯:৫১ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বেলাব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করে স্লোগান দেয় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক ও নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া মনোনয়ন পরিবর্তন করে এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয় অবরোধে। দুই ঘন্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে দুপুর ১২টায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সহহারী পুলিশ সুপার রায়পুরা-বেলাব সার্কেল বেলাল হোসেন ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবীতে দীর্ঘদিন ধরে একাট্টা হয়ে গণসংযোগ ও দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন দলটির ৫ জন মনোনয়ন প্রত্যাশী।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বেলাব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করে স্লোগান দেয় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক ও নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া মনোনয়ন পরিবর্তন করে এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয় অবরোধে। দুই ঘন্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে দুপুর ১২টায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সহহারী পুলিশ সুপার রায়পুরা-বেলাব সার্কেল বেলাল হোসেন ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবীতে দীর্ঘদিন ধরে একাট্টা হয়ে গণসংযোগ ও দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন দলটির ৫ জন মনোনয়ন প্রত্যাশী।

বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
এই বিভাগের আরও