সিরাজ মোল্লা আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পাওয়ায় হতাশ নরসিংদীর শিবপুরের নেতা-কর্মী ও সমর্থকরা

২৬ নভেম্বর ২০১৮, ০২:০২ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম


সিরাজ মোল্লা আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পাওয়ায় হতাশ নরসিংদীর শিবপুরের নেতা-কর্মী ও সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক নরসিংদী-৩ শিবপুর আসনে সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামীলী থেকে মনোনয়ন না পাওয়ায় হতাশ কর্মী সমর্থকরা। এতদিন বিভিন্ন মিডিয়ায় তার নাম আসায় কর্মীরা আশান্বিত ছিলো তিনি এবার আওয়ামীলী থেকে মনোনয়ন পাবেন। কিন্তু রবিবার তালিকা প্রকাশ হলে দেখা যায় তাকে মনোনয়ন দেয়া হয়নি। ফলে শিবপুরের সর্বত্র তার কর্মী সমর্থকরা হতাশ হয়ে কান্নাকাটি করতে দেখা গেছে। শিবপুরে যে কজন মনোনয়ন প্রত্যাশী ছিলো তাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেয়া হয়নি। তিনি ২০১৪ সালে স্বতন্ত্র এমপি হয়ে শিবপুরে সরকারী উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত টাকা দিয়েও অনেক উন্নয়ন করেছেন। আস্থা অর্জন করেছিলেন জনগনের।


এই বিভাগের আরও