নরসিংদীর বীরপুর এলাকার রেল লাইনের পাশ থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

২২ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম


নরসিংদীর বীরপুর এলাকার রেল লাইনের পাশ থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক নরসিংদীতে তানভীর আহমেদ নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ৬ টায় শহরের বীরপুর মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তানভীর আহমেদ বীরপুর এলাকার নাসির উদ্দিন খানের ছেলে। সে এবার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিল। পুলিশ ও নিহতের পরিবার জানান, স্কুল শিক্ষক নাসির উদ্দিন খানের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে তানভীর আহমেদ সবার বড়। চলতি বছর সে নটরডেম কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিল। বৃহস্পতিবার ভোর ৫ টায় সে ট্রেনে করে ঢাকার আরামবাগ এলাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সকালে বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেল লাইনের ধারে বুকে ছুরিকাঘাত করা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ সকাল সোয়া ৬ টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের বাবা পুলিশ ফাঁড়িতে গিয়ে তানভীর আহমেদের লাশ সনাক্ত করেন। তিনি কান্নাজর্জরিত হয়ে বলেন, তানভীরই আমার একমাত্র সম্পদ ছিল। সেটাও তারা কেড়ে নিল। আমার কিংবা আমার ছেলের কোন শত্রু ছিল না। লাশ উদ্ধারের সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ও দামি মোবাইল ফোনটি খোয়া গেছে। ধারনা করছি মোবাইল ও ব্যাগ কেড়ে নিতেই ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহালম বলেন,‘নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরাই তাঁর মোবাইল ও ব্যাগ ছিনতাই করতেই এ হত্যাকান্ডটি ঘটিয়েছে।’


এই বিভাগের আরও