নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকার মাঝি হচ্ছেন আসলাম সানী

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৬ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৫ এএম


নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকার মাঝি হচ্ছেন আসলাম সানী

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাচ্ছেন এ এইচ আসলাম সানী। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এই সহসভাপতি বিকেএমইএর সাবেক প্রথম সহসভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টার হাতেই নৌকা তুলে দেয়ার গ্রীণ সিগন্যাল দলের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে  আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরামের কয়েকজন নেতা।

কর্মীবান্ধব হিসেবে পরিচিত আসলাম সানী নির্বাচন সামনে রেখে এই আসনের দুই উপজেলায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই এলাকায় জনসভা, শোডাউন, উঠান বৈঠক করে ভোটারদের মন জয়ের চেষ্টা অব্যাহত রেখেছেন। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে নানাবিধ তৎপরতা চালাচ্ছেন তিনি। গণসংযোগকালে আসলাম সানী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা নির্মাণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং বেলাব ও মনোহরদীকে ভিক্ষুকমুক্ত করার প্রতিশ্রুতি  দিচ্ছেন। এরই মধ্যে বেলাব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সম্পৃক্ত হয়ে এবং নিজস্ব মালিকাধীন ক্রোণী গ্রুপের প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি দিয়ে সুনাম কুড়িয়েছেন আসলাম সানী। তিনি জানান, বেলাব উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়, চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়, বারৈচা অনার্স কলেজ, চর উজিলাব প্রাথমিক বিদ্যালয়, হাজী আরব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ এইচ আসলাম সানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিলক্ষিয়া মডেল হাই স্কুল, বেলাব পাইলট মডার্ন হাই স্কুল, এএনএম উচ্চ বিদ্যালয়, আয়েশা আক্তার আদর্শ কিন্ডারগার্টেন, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছেন। এ ছাড়া নিজ উদ্যোগে নতুন রিকশা কিনে দিয়ে শতাধিক ভিক্ষুকের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসলাম সানী চর উজিলাব ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ও বাল্যবিয়েমুক্ত ঘোষণা করেছেন। ইতিমধ্যেই সংসদ নির্বাচন সামনে রেখে এ এইচ আসলাম সানীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশী আরও চার নেতা। তারা হলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আবদুর রউফ সরদার, কেন্দ্রীয় যুবলীগের উপশিক্ষা ও পাঠাগার সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কর্নেল রউফ (বীরউত্তম), মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বিরু, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন। গত ১৫ সেপ্টেম্বর এ এইচ আসলাম সানীর নেতৃত্বে এই পাঁচ নেতা বেলাব পাইলট মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে বেলাব উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটনের সভাপতিত্বে এক বিশাল জনসভায় বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে নেতাকর্মীদের অবমূল্যয়ন, আশানুরূপ উন্নয়ন না করা, মনগড়া কমিটি গঠন, টিআর-কাবিখা নিয়ে অনিয়ম, আওয়ামী লীগের মাঝে বিভেদ সৃষ্টি করাসহ নানা অভিযোগ তুলে আগামী নির্বাচনে এই আসন থেকে নতুন কাউকে মনোনয়নের দাবি জানানো হয়। প্রায় ৫০ হাজার মানুষের সমাগমে ওইদিনের জনসভাটি জনসমুদ্রে রূপ দেয়। জনগনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাব-মনোহরদী উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বারবার মনোনয়ন দেওয়া হয়েছে মনোহরদী উপজেলার প্রার্থীদের। নির্বাচনে জয়ী হয়ে তারা বেলাববাসীর প্রতি বিমাতাসুলভ আচরণ করেছেন। চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বলেন, আসলাম সানী নৌকার মনোনয়ন পাবেন এটাই বিশ্বাস করি। তার নেতৃত্বেই বেলাব-মনোহরদীতে জননেত্রী শেখ হাসিনার হাত অনেক শক্তিশালী হবে। অবহেলিত এলাকা বেলাবসহ মনোহরদীতে উন্নয়ন হবে। একজন সৎ ব্যক্তি হিসেবে আগামী নির্বাচনে আসলাম সানীকে নৌকার কাণ্ডারি হিসেবে বিকল্প নেই।


এই বিভাগের আরও