নরসিংদীতে ২৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম


নরসিংদীতে ২৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে ২৪ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ১০টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে মো. স্বপন শেখ (৩০) ও শিবপুর পূর্বপাড়া এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫)। এসময় মাদক বহনের অভিযোগে একটি ট্রাক জব্দ কর পুলিশ। গতকাল শনিবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। সংবাদ সম্মেলনে এসপি সাইফুল্লাহ আল মামুন জানান, শিবপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফ, কক্সবাজার হয়ে ইয়াবার একটি বড় চালান শিবপুর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। শিবপুর থানা পুলিশ তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযানে নামে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় গ্রামীণ হোটেলের বিপরীতে একটি চাকার দোকানের সামনে একটি ট্রাক এসে থামলে স্বপন ও সাইফুলকে আটক করে। পুলিশ তাদের শরীর ও ট্রাকে তল্লাশী চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। পরে পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে ট্রাকের মালিক শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের জিল্লুর রহমান ভূইয়া এবং তার ছোট ভাই অলিউল্লাহ ভূইয়া এ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে জানায়। এই চক্রটি এর আগেও ৭/৮টি ইয়াবার চালান এনে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করেছে বলে জানায় পুলিশ। শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, এব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক বাকি আসামির গ্রেপ্তাওে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।


এই বিভাগের আরও