নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

১৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৬ এএম


নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ৬ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন কর্মসূচী। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।


এছাড়া মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া পৃথকভাবে ৬ উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।



এই বিভাগের আরও