নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

১৬ ডিসেম্বর ২০২৩, ১০:১২ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৫ এএম


নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের এক চিঠির মাধ্যমে এ কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত জানানো হয়।

১৪ ডিসেম্বর হতে আগামী তিন বছর এ কমিটি দায়িত্ব পালন করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য ধারা ১৭ (ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কমিশন কর্তৃক ১৩ সদস্য বিশিষ্ট  “নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” পুনর্গঠন করা হয়।

কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ তোফাজ্জল হোসেন ও রায়হানা সরকার, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিক্ষক মোঃ আলতাফ হোসেন নাজির, সদস্যরা হলেন- হলধর দাস, মোস্তাক আহমেদ ভূঁইয়া, কাজী আনোয়ার কামাল, মনজিল এ মিল্লাত, শারমিন তানিন, ইয়ামিনা হাসানাত চৌধুরী, আসাদুজ্জামান রিপন, মোঃ বেলায়েত হোসেন ও মুন্নী আক্তার।



এই বিভাগের আরও