নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের করোনা শনাক্ত

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:২০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম


নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১৩ হাজার ২১৬ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১১২ টি নমুনা পরীক্ষা করা হয়। আরটিপিসিআর ল্যাবের এই পরীক্ষায় ১৪ জন করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৯ জন সদরে, ৩ জন মনোহরদী, ১ জন শিবপুরে ও ১ জন পলাশে।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬৮ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ২৫৩ জন। এরমধ্যে ৪ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১২ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় হাজার ৭২৪২ জন, রায়পুরাতে ৬৫৩ জন, বেলাবোতে ৮৮১ জন, মনোহরদী ৯৪৩ জন, শিবপুরে ১৬৮৩ জন, পলাশে ১৮১৪ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে সদরে ৪২ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।