নরসিংদীতে ৬৬ জনের করোনা শনাক্ত

০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪১ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম


নরসিংদীতে ৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১২ হাজার ৫৯২ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র‌্যাপিড অ্যান্টিজেনে ১৩৬টি পরীক্ষায় ৪৬ জনের ও আরটিপিসিআর ল্যাবে ১০৯টি পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৯৩ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৪৯ জন সদর উপজেলার, ১ জন রায়পুরায়, ৭ জন বেলাব, ১ জন মনোহরদী ও ৮ জন শিবপুরের বাসিন্দা।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১০৩২ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৫ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৮৯৪ জন, রায়পুরাতে ৬৩৯ জন, বেলাবোতে ৮৩৭ জন, মনোহরদী ৯১৪ জন, শিবপুরে ১ হাজার ৫৫৯ জন, পলাশে ১ হাজার ৭৪৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।