নরসিংদীতে সর্বনিম্ন করোনা শনাক্ত ৩ দশমিক ১৭ শতাংশ

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৫ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩২ এএম


নরসিংদীতে সর্বনিম্ন করোনা শনাক্ত ৩ দশমিক ১৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ২৩ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৭ শতাংশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ২১২ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৬৩টি অ্যান্টিজেন পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১ জন ও পলাশে ১ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯৯০ জন, রায়পুরাতে ৬০৭ জন, বেলাবোতে ৭২০ জন, মনোহরদী ৮৮১ জন, শিবপুরে ১৩৯০ জন, পলাশে ১৬২৪ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা ৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩১ জন। এরমধ্যে সন্দেহজনক রোগীর সংখ্যা ২২ জন ও করোনা রোগীর সংখ্যা ৯ জন।

এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।

 



এই বিভাগের আরও