নরসিংদীতে নার্স শিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন  

১২ অক্টোবর ২০২০, ০৪:৫০ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম


নরসিংদীতে নার্স শিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন  

রাকিবুল ইসলাম:

নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুর হত্যায় জড়িত তার স্বামী রুহুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী সদর হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে প্রথমে সদর হাসপাতালের মূল গেইটের সামনে ও পরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েসনের সিনিয়র যুগ্ম মহাসচিব মনিরা বেগম, সিনিয়র সহ-সভাপতি আসাদ মিয়া, মোকারিমা খাতুন, নিহতের ভাই ও মামলার বাদী আলাউদ্দিন মিঠু প্রমুখ।

উল্লেখ্য গত বুধবার রাতে (৭ অক্টোবর) তাহমিনা সুলতানা শিমুকে পারিবারিক কলহের জেরে গলাটিপে হত্যা করেন স্বামী রুহুল আমিন। এই ঘটনায় নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই।

 



এই বিভাগের আরও