নরসিংদী সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন

২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৮ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৫১ এএম


নরসিংদী সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত (তিনতলার) ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান, পিএএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।

দুই কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সার্কিট হাউজে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান।

২৫-২৭ সেপ্টেম্বর তিন দিনব্যাপী নরসিংদী জেলায় সরকারি সফরে এসেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান। এ উপলক্ষে তিনি জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।