পত্রিকা বিক্রেতাকে সাইকেল দিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ
২২ আগস্ট ২০২০, ০৭:৫০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক:
‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগান নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সারা দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও পিছিয়ে নেই এই বাহিনী। পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশে নানা ধরনের মানবিক কাজের উদাহরণ রেখে যাচ্ছেন। এরই অংশ হিসেবে নরসিংদীতে একটি উদাহরণ গড়লেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ। যিনি সাধারণ মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
বয়সের ভারে অনেকটা নুয়ে গেছেন নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত আফসর উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৪৮)। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাইসাইকেলে করে বিভিন্ন পত্রিকা বিক্রি করছেন। উপজেলার ছোট-বড় সবাই তাকে এক নামে চিনে পত্রিকা বিক্রেতা বিল্লাল ভাই নামে। তার জীবন ধারণের একমাত্র সম্বল একটি বাইসাইকেল বিগত কয়েক মাস যাবৎ ব্যবহারের অনুপযোগি হয়ে যাওয়ায় ৩ মেয়ে ১ ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন বিল্লাল। এ ঘটনা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদের নজরে আসলে তিনি পত্রিকা বিক্রেতা বিল্লাল হোসেনেকে নতুন একটি বাইসাকেল কিনে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আজ ২২ আগস্ট শনিবার সকালে নরসিংদীর ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উপস্থিত হয়ে হকার বিল্লাল হোসেনের হাতে নতুন বাইসাইকেল বুঝিয়ে দেন। এ সময় ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনর্চাজ জহিরুল আলম উপস্থিত ছিলেন। নতুন বাইসাইকেল হাতে পেয়ে বিল্লাল হোসেনের মন আনন্দে ভরে ওঠে। তিনি পুলিশের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে থাকেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের সদস্যদের মঙ্গল কামনায় তার দু’চোখ পানিতে ভরে উঠে।
এর আগেও নরসিংদীর সদর এলাকায় রহুল আমিন (৬৬) নামে এক পত্রিকা বিক্রেতাকে নতুন বাইসাইকেল কিনে দেন এই অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া মানবতার ডাকে সাড়া দিয়ে নরসিংদীর পলাশের এক স্কুল ছাত্রী অশ্রু (৭) এর চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবতার এক উজ্ঝল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। পুলিশের এমন মানবিক কর্মকান্ডে জেলাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জেলার সামাজিক ও সচেতন মহল সূত্রে জানা যায় , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ নরসিংদীতে যোগদানের পর থেকে অব্যাহত রেখেছেন সামাজিক ও মানবিক কাজ। নিম্মবিত্ত পরিবার ও সংবাদপত্রের সাথে সংযুক্ত, অসহায়দের নীরবে নিভৃতে সাহায্য করে যাচ্ছেন তিনি। ওনার এসব মানবিকতা সত্যিই জেলাবাসীর মাঝে প্রেরণা জুগিয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদে জানান, অনৈতিকতার ঊর্ধ্বে থেকে কারো সহযোগিতায় পাশে থাকাটাকেও আমি দায়িত্ব মনে করি। সাধারণ মানুষের পাশে থেকে সামান্য সহযোগিতা করতে পারায় নিজেকে সম্মানিতবোধ করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র্যালী
- কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র্যালী
- কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন