মেহেরপাড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা বিতরণ

১৬ জুলাই ২০২০, ০২:৩০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৯ এএম


মেহেরপাড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা বিতরণ

মাধবদী প্রতিনিধি:

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী এবং মাতৃত্বকালীন ভাতাভোগীদের মধ্যে ভাতা বহি ও ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়।

বয়স্ক ভাতাভোগী ১০২৭ জন, বিধবা ভাতাভোগী ২৩৪ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ২৬৯ জন, মাতৃত্বকালীন ভাতা ভোগী ২৭৯ জন এর মধ্যে ভাতা বহি ও ভাতা বিতরণ করা হয়।

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হাসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আশরাফুল ইসলাম খান, জেলা পরিষদ সদস্য ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খান।

আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 



এই বিভাগের আরও