সাহেপ্রতাবে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৩ জুলাই ২০২০, ০১:০৮ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৪ এএম


সাহেপ্রতাবে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর সাহেপ্রতাব থেকে এক হাজার পিস ইয়াবাসহ পাভেল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (০২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাভেল মিয়া সদর থানার সাহেপ্রতাব গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও সহকারী উপ পরিদর্শক রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকার সাহেপ্রতাবে অভিযান অভিযান পরিচালনা করেন। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী পাভেলকে আটক করে তার দখল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।



এই বিভাগের আরও