মেহেরপাড়া ইউনিয়নে সেলাই মেশিন, রিক্সা ও রিক্সা ভ্যান বিতরণ

২০ জুন ২০২০, ০৫:১৩ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৭:০৭ এএম


মেহেরপাড়া ইউনিয়নে সেলাই মেশিন, রিক্সা ও রিক্সা ভ্যান বিতরণ

মাধবদী প্রতিনিধি:

করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন জনসাধারণকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে ২০টি সেলাই মেশিন, তিনটি রিক্সা ও দুটি রিক্সাভ্যান বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের বর্ষাকালীন উপহার হিসেবে ৩০টি ছাতা প্রদান ও নরসুন্দর (সেলুন শিল্প) কাজে জড়িত একশত পঞ্চাশ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২০ জুন) নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।

আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসন গঠিত কুইক রেসপন্স টিমের আহবায়ক মোঃ শাহ আলম মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হালিম খান, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জমির আলী মাষ্টার, খাদিজা আক্তার।



এই বিভাগের আরও