নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে ছেলের পর মায়ের মৃত্যু

১২ জুন ২০২০, ১০:০৯ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৩ এএম


নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে ছেলের পর মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে ছেলের পর এবার মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বেলা ১২ ঘটিকায় শ্বাসকষ্টের তীব্রতা নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তির প্রাক্কালে ইন্তেকাল করেন রেহানা বেগম (৬৬)।

তিনি নরসিংদী শহর শ্রমিক লীগের সভাপতি নুর মোহাম্মদ পারভেজ ও গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী জেলা হাসপাতালে মারা যাওয়া নুর আলম খন্দকারের মাতা।

মৃতের মেয়ের জামাই ও জেলা মটর চালক লীগের সভাপতি লিটন খন্দকার জানান, তিনি দীর্ঘ দিন ধরে শ্বাস কষ্টের সমস্যায় ভুগছিলেন। ছেলে আলম খন্দকার মারা যাওয়ার পর আরও অসুস্থ হন তিনি৷ আজ তীব্র শ্বাসকষ্ট ও বুক ব্যাথা শুরু হলে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর ভর্তি করার পূর্বেই মৃত্যুবরণ করেন তিনি।

ছেলের পর মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। শুক্রবার বাদ এশা মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাসাইল সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।



এই বিভাগের আরও