নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

১২ জুন ২০২০, ০৭:২২ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম


নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে রত্না আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রত্না সদর উপজেলার আমদিয়া গ্রামের আতাবদ্দিন এর মেয়ে। শুক্রবার (১২ জুন) সকালে তার মৃত্যু হয়।

জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রত্না আক্তার ৮/৯ দিন যাবৎ জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তার মৃত্যু হয়। তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন মর্মে সিভিল সার্জন অফিস কুইক রেসপন্স টিমকে অবহিত করেন।

পরে বাদ যোহর জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া ও সদস্য মোঃ রইছ আল রেজুয়ান স্বাস্থ্য বিধি মেনে তার দাফন সম্পন্ন করেন।



এই বিভাগের আরও