নরসিংদী শহরে করোনা উপসর্গ নিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

১১ জুন ২০২০, ০৯:৫৬ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৪২ এএম


নরসিংদী শহরে করোনা উপসর্গ নিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী শহরের সেবা সংঘের মোড় এলাকায় করোনা উপসর্গ নিয়ে দুলাল চন্দ্র সাহা (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে তিনি মারা যান।

জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার ও জেলা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে শাহ আলম মিয়া জানান, কাপড় ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা ৭ / ৮ দিন যাবৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন। দুই দিন আগে থেকে তিনি প্রচন্ড শ্বাসকষ্ট ও ঠান্ডায় ভুগছিলেন। বুধবার বিকালে দুলাল চন্দ্র সাহার অবস্থার অবনতি হলে তাকে সন্ধ্যার পর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং মৃত ব্যক্তিকে স্বাস্থ্য বিধি অনুসারে সংকারের জন্য নির্দেশনা দেয়া হয়।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় তার সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে নরসিংদী জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার শাহ আলম মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান ও টিম বেপারীপাড়া শশ্মানঘাটে মরদেহের সৎকার করেন।



এই বিভাগের আরও