নরসিংদীতে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু
০৮ জুন ২০২০, ১০:০৫ পিএম | আপডেট: ১৮ মে ২০২৫, ১০:৫৪ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহবায়ক মো. শাহ আলম মিয়া।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন হলেন, নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দা পাড়ার কাজল রানী সাহা (৫৭), গাবতলী এলাকার নাজমুল কবীর (৫৫) ও মাধবদীর আজিজুন বেগম (৫৫)। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের দাফন বা সৎকারের ব্যবস্থা করেছে সদর উপজেলার কুইক রেসপন্স টিম।
সদর উপজেলার কুইক রেসপন্স টিম সূত্রে জানা গেছে, গত ২৫ মে থেকে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন শহরের পশ্চিম কান্দা পাড়ার কাজল রানী সাহা। গত ২ জুন তারিখে তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের কার্যালয়। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া ৬/৭ দিন ধরে একই রকম উপসর্গে ভুগছিলেন মাধবদী পৌর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আ: মান্নানের স্ত্রী চার সন্তানের জননী আজিজুন বেগম। সোমবার দুপুর ১টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে নরসিংদী শহরতলীর গাবতলী এলাকার নাজমুল কবীর নামের এক ব্যবসায়ী গত কিছুদিন ধরে করোনার উপসর্গ দেখা দেয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া শহরের ব্রাহ্মণপাড়া এলাকায় সোমবার সকালে শ্বাসকষ্টে মোহাম্মদ আলী (৭০) নামের এক ডায়বেটিকে আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। পরে সকাল ১১টার দিকে কাউকে না জানিয়ে তার পরিবারের লোকজন ও আত্মীয়রা মিলে জানাজা শেষে দাফনের ব্যবস্থা করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহবায়ক মো. শাহ আলম মিয়া জানান, গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আমরা এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক লোকজনের অংশগ্রহণে দাফন বা সৎকারের ব্যবস্থা করেছি।
এ নিয়ে নরসিংদীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ১৯ জন। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। অন্যদের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। এছাড়া করোনা আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন জেলার তালিকাভুক্ত ১১ জন ব্যক্তি। অন্যত্র আক্রান্ত হয়েছেন বা নমুনা পরীক্ষা করিয়েছেন কিন্তু মারা যাওয়ার পর নরসিংদীতে দাফন বা সৎকার করা হয়েছে এমন ব্যক্তি আছেন আরও ৩ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
- বেলাবতে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত
- শিবপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- সংস্কার কখনও বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না: রহুল কবির রিজভী
- করিডোরের নামে খাল কেটে কুমির আনা হচ্ছে: নরসিংদীতে নূরুল হক নূর
- ইউপিডিএফ সদস্যদের হাতে অপহৃত রবি'র টেকনিশিয়ান ইসমাইলকে উদ্ধারের দাবি পরিবারের
- নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
- পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে কুপিয়ে আহত: ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার
- নরসিংদীতে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার
- মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
- বেলাবতে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত
- শিবপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- সংস্কার কখনও বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না: রহুল কবির রিজভী
- করিডোরের নামে খাল কেটে কুমির আনা হচ্ছে: নরসিংদীতে নূরুল হক নূর
- ইউপিডিএফ সদস্যদের হাতে অপহৃত রবি'র টেকনিশিয়ান ইসমাইলকে উদ্ধারের দাবি পরিবারের
- নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
- পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে কুপিয়ে আহত: ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার
- নরসিংদীতে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার