নরসিংদী জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া একজনের মৃত্যু

০৩ জুন ২০২০, ০৩:৩০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৭ এএম


নরসিংদী জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া একজনের মৃত্যু
Narsingditimes.com

 নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর ১শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে হওয়া ভর্তি হওয়া নূরে আলম খন্দকার (৩৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সে বাসাইল এলাকার আব্দুর রহমান খন্দকার এর ছেলে।

বুধবার (০৩ জুন) ভোরে শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কোভিড ডেডিকেটেড জেলা করোনা হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ড. এম এন মিজানুর রহমান।

তিনি জানান, নূরে আলম খন্দকার গত ৫/৬ দিন ধরেই জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টে ভুগছিলেন৷ তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসা হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও পরিবারের পক্ষ থেকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি।

পরে শ্বাসকষ্ট আরো বেড়ে গেলে সকাল ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এই বিভাগের আরও