নরসিংদীতে পরিবহণ চালকদের খাদ্যসামগ্রী দিলো পুলিশ

১২ মে ২০২০, ০৫:২২ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম


নরসিংদীতে পরিবহণ চালকদের খাদ্যসামগ্রী দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে করোনা মোকাবেলায় স্থানীয় ট্রাক চালক, পিক-আপ চালক ও সিএনজি চালক তথা পরিবহণ চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকালে নরসিংদী সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দেড়শ চালকের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্য তেল ও সাবান। নরসিংদী জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরে অবস্থানের জন্য আহবান জানানো হয়। জরুরি প্রয়োজেন বাহিরে বের হলে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়।



এই বিভাগের আরও