সরকারি নির্দেশনায় নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পেল ২৩ বন্দি

১০ মে ২০২০, ০৯:৪৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ এএম


সরকারি নির্দেশনায় নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পেল ২৩ বন্দি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশের করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৩ কারাবন্দিকে মুক্তি দিয়েছে নরসিংদী জেলা কারা কর্তৃপক্ষ। রবিবার (১০ মে) ও শনিবার (৯ মে) সরকারি সিদ্ধান্ত অনুযায়ি নিয়মতান্ত্রিকভাবে নরসিংদী জেলা কারাগার থেকে লঘু দণ্ডের এসব অপরাধীদের মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা কারাগারের সুপারিন্টেনডেন্ট মোঃ নজরুল ইসলাম।

তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক নরসিংদীতে লঘু দণ্ডে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ বন্দির তালিকা প্রেরণ করা হয়। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ২৩ জনকে মুক্তির ব্যাপারে আদেশ দেয়া হয়। মুক্তি দেওয়ার জন্য যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সে সব কাজ শেষ করে নরসিংদী কারাগার থেকে গত দু’দিনে ২৩ জন কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তবে কারাবাস মওকুফ হলেও অর্থদন্ডের টাকা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়েছে সকলকে।



এই বিভাগের আরও