"ইউনাইটেড ০২-০৪ নরসিংদী" ব্যাচের খাদ্যসামগ্রী বিতরণ

০৪ এপ্রিল ২০২০, ০৬:০৪ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ এএম


"ইউনাইটেড ০২-০৪ নরসিংদী" ব্যাচের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনা সংকট মোকাবেলায় "ইউনাইটেড ০২-০৪ নরসিংদী" ব্যাচের নিজস্ব তহবিল থেকে হতদরিদ্র এবং নিম্নআয়ের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকালে নরসিংদীর বিভিন্ন এলাকায় ১০০টি হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় ইউনাইটেড ০২-০৪ নরসিংদীর ব্যাচের বন্ধুরা বাড়িতে বাড়িতে গিয়ে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি পেঁয়াজ, ১ টা সাবান ও মাস্ক বিতরণ করেন।

ইউনাইটেড ০২-০৪ নরসিংদীর ব্যাচের কর্মীরা জানান, প্রথম পযার্য়ের বন্ধুদের বেতনের একটি অংশ একত্রিত করে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এভাবে খাদ্যসামগ্রী বিতরণ চলমান থাকবে।  



এই বিভাগের আরও