নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

০১ এপ্রিল ২০২০, ১২:৪৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম


নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান।  বুধরার (১ এপ্রিল) দুপুরে শহরের আরশীনগরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে  প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।


ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানায়, শহরের আরশীনগর সিএনজি স্ট্যান্ড এর পাশের একটি গ্যাস সিলিন্ডার এর বন্ধ দোকানে হঠাৎ প্রচন্ড শব্দে বিষ্ফোরণ হয়। এতে আগুন লেগে পাশের আরও ৯টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কনফেকশনারী, হোটেলে এবং ফলের দোকানসহ ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে  আনে।

বন্ধ একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম।



এই বিভাগের আরও