পুলিশ সুপারের সাথে নরসিংদী বাজার বণিক সমিতির মতবিনিময়

০৮ মার্চ ২০২০, ০৭:৪২ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম


পুলিশ সুপারের সাথে নরসিংদী বাজার বণিক সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী বাজার বণিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৮ মার্চ) পুলিশ অফিস, নরসিংদীর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বণিক সমিতির নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

এ সময় পুলিশ সুপার বণিক সমিতির নেতৃবৃন্দকে কমিটির যে কোন সমস্যায় জেলা পুলিশের কাজ করার সুযোগ থাকলে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান।

উক্ত সভায় নরসিংদী বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ বাবুল সরকার ও সাধারণ সম্পাদক মোঃ মোতালিব ভূঞাসহ বাজার কমিটির সকল সদস্যগণ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও