প্রতিষ্ঠিত সন্তান গড়ে তুলতে লেখা পড়ার কোন বিকল্প নাই

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৯ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম


প্রতিষ্ঠিত সন্তান গড়ে তুলতে লেখা পড়ার কোন বিকল্প নাই

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নারীরা দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তার একমাত্র কারণ হচ্ছে লেখা পড়া। শিশুকাল থেকে একজন অভিভাবক তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করেন। কিন্তু আজকের সমাজে অনেক পিতা-মাতা জ্ঞানহীন ও অর্থনৈতিক সংকটের কারণে সন্তানদের নিয়ে নানান চিন্তায় থাকেন। অভিভাবকরা সন্তানদের পণ্যে রুপন্তিত না করে বিদ্যালয়ে দিন, এখন লেখা পড়ার খরচ সরকারই বহন করে। সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর কাজ আপনার। লেখা পড়া ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। বিদ্যালয়ে লেখা পড়া করেই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে পেড়েছি।

তাই প্রতিষ্ঠিত সন্তান গড়ে তুলতে লেখা পড়ার কোন বিকল্প নাই। আর লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা আনন্দ যোগায়, এতে শরীর ও মন ভলো থাকে।

এসব কথা বলেছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তার।

তিনি সোমবার (২৪) সন্ধ্যায় সদর উপজেলা মাধবদীর কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

এতে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মাহবুবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের জমিদাতা হুমায়ুন কবির, নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল ফজল, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিলন মিয়া, সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, নরসিংদী চেম্বার অব কমার্স এর পরিচালক মোঃ মোতালিব হোসেন, কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



এই বিভাগের আরও