নরসিংদী জেলা কাজী সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম


নরসিংদী জেলা কাজী সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা কাজী সমিতির সদস্যদের সাথে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের (বিপিএম (বার), পিপিএম) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কাজী সমিতির নব গঠিত কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার জঙ্গীবাদ প্রতিরোধে কাজীদের আরো তৎপর থাকার আহবান জানান। জঙ্গীবাদ প্রতিরোধে কাজীদের অগ্রণী ভূমিকার কথা স্বীকার করে তাদেরকে ধন্যবাদ জানান। এছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নরসিংদী গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। স্বাগত বক্তব্য শেষে পুলিশ সুপার মুক্ত আলোচনায় কাজী সমিতির সদস্যদের বক্তব্য শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

নরসিংদী জেলা কাজী সমিতির নব গঠিত কমিটির সভাপতি কাজী সমিতির সদস্যদের নিয়ে এ রকম একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও চাঁদাবাজ প্রতিরোধে সর্বাত্মক জেলা পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



এই বিভাগের আরও