নরসিংদীতে চাপাতির কোপে দুই কিশোর আহত

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম


নরসিংদীতে চাপাতির কোপে দুই কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে দুর্বৃত্তের চাপাতির আঘাতে দুই কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রয়ারি) দুপুরে কেন্দ্রটির প্রধান ফটকের সামনে চলমান পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।
আহত দুই কিশোর হলো, নরসিংদী শহরের খালপাড় এলাকার সোলেমান মিয়ার ছেলে আজাদ মিয়া (১৬) ও একই এলাকার আসাদুজ্জামানের ছেলে মুন্না মিয়া (১৬)। আহত দুই কিশোরই স্থানীয় সানশাইন মডেল স্কুল নামের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।


আহত দুই কিশোরের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন আগে শহরের খালপাড় ও বানিয়াছল এলাকার দুইটি পক্ষের মধ্যে একটি বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়। ওই দ্বন্দ্ব মেটাতে দুইটি পক্ষের পাঁচজন করে বিদ্যালয়টির সামনে একত্রিত হয়। এ সময় পরষ্পরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে চাপাতির কোপে আজাদ ও মুন্না নামের দুজন আহত হয়। আহত দুজনকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফসানা আক্তার জানান, আহতদের মধ্যে একজনের মাথায় ও হাতে এবং অন্যজনের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একজনের লেগেছে ৮টি সেলাই অন্যজনের একটি।


ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজির জানান, ঘটনার সময় আমরা কেন্দ্রের ভেতরে পরীক্ষার উত্তরপত্র নিয়ে ব্যস্ত ছিলাম। প্রথমে আহতদের এই কেন্দ্রের পরীক্ষার্থী ভাবা হলেও পরে জানতে পেরেছি, তারা আমাদের পরীক্ষার্থী ছিলো না।


নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় আমরা ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলাম। ঘটনাস্থল থেকে মো. আশরাফুল (১৯) নামের একজনকে আটক করা হয়েছে।



এই বিভাগের আরও