কীর্তিমান মানুষরা চলে গেলেও তাদের আদর্শ শেষ হয়ে যায় না: জেলা প্রশাসক

২৮ জানুয়ারি ২০২০, ০৮:৪৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ০৮:৫২ পিএম


কীর্তিমান মানুষরা চলে গেলেও তাদের আদর্শ শেষ হয়ে যায় না: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, একজন কীর্তিমান মানুষ দৈহিকভাবে চলে গেলেই তার আদর্শ শেষ হয়ে যায় না। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে ৯ মাস যুদ্ধের পর বিধ্বস্ত স্বাধীন দেশে ফজলে হাসান আবেদ বিদেশের চাকুরী ছেড়ে দিয়ে দেশ গঠনে এগিয়ে এসেছিলেন। তার এই অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তার প্রতিষ্ঠিত ব্র্যাক একটি স্বপ্নের নাম, প্রেরণার নাম তিনি মুক্তিযুদ্ধের সময় দেশের অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি যে পথ দেখিয়ে গিয়েছেন, সে পথে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। তার অবদান ভবিষৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের উচিত আমরা যে যার অবস্থানে থেকে প্রধানমন্ত্রীকে সহযোগীতা করা।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট হলরুমে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমির আলী, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোশারফ হোসেন, ব্র্র্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর অফিসার টেকনিক্যাল সাপোর্টেট শহিদুল ইসলাম, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ প্রমুখ।

ফজলে হাসান আবেদ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা ব্র্যাক এই স্মরণসভার আয়োজন করে। আলোচনা সভার শুরুতে স্যার ফজলে হাসান আবেদ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে ফজলে হাসান আবেদ এর কর্মজীবনের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়া বাঁধনহারা থিয়েটার স্কুলের মনিজা ইসলাম নিপু ও রিশাদুর রহমান রিশাদ আগুনের পরশমনি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে। সভার প্রথম পর্বের শেষে ব্র্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) শহীদুল ইসলাম উপস্থিত সকল ব্র্যাকের কর্মকর্তা ,কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান।

ব্র্যাকের প্রজেক্ট অফিসার এডভোকেট লাবনী আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক ম্যানেজার মিজানুর রহমান। স্বাগত বক্তব্যের পর ভিডিও পরিবেশনার মাধ্যমে ব্র্যাকের নির্বাহী পরিচালক মোঃ আসিফ সালেহ এর বার্তা প্রচার করা হয়।



এই বিভাগের আরও