বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদ

২৩ জানুয়ারি ২০২০, ০৪:০১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৭:০২ এএম


বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য জাহিদুল কবির ভূইয়া (জাহিদ) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে গত শনিবার (১৮ জানুয়ারি) বিদ্যালয়ে সকাল ৯টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে মোট ৬২৯ জন অভিভাবক ভোটারের মধ্যে ৪২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে ৬টি ভোট বাতিল বলে গণ্য হয়।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী।

প্রিসাইডিং অফিসার আব্দুর রহিম সিদ্দিকী জানান, নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নির্বাচিত ৪ জন হলেন- আশরাফুল ইসলাম মুকুল (প্রাপ্ত ভোট ৩১৮), সিরাজুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৯৫), আব্দুর রহিম খন্দকার (প্রাপ্ত ভোট ২৭৫) ও দেলোয়ার হোসেন খান (প্রাপ্ত ভোট ২৩৮ ভোট)। এসময় বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে জাহিদুল কবির ভূইয়া (জাহিদ) ও প্রতিষ্ঠাতা সদস্য কাজী আবুল হাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।  

পরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচনের লক্ষে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো: জাকির হোসেন সভা আহবান করেন। প্রিসাইডিং অফিসার উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকীর উপস্থিতিতে নির্বাচিত ৪ জন অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা উক্ত সভায় অংশ নেন। সভায় অভিভাবক সদস্য সিরাজুল ইসলামের প্রস্তাবের প্রেক্ষিতে এবং উপস্থিত সকল সদস্যের লিখিত ও মৌখিক সমর্থনে দাতা সদস্য জাহিদুল কবির ভূইয়া (জাহিদ)কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

প্রিসাইডিং অফিসার ও নরসিংদী সদর উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী এ প্রতিবেদককে বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।



এই বিভাগের আরও